UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরআন হাতে শপথ নিলেন তানজানিয়ার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট

ঊষার আলো
মার্চ ২০, ২০২১ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তানজানিয়ার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছে সামিয়া সুলুহু হাসান। দেশটির সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর গতকাল শুক্রবার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে রাজধানী দারেস সালামে তিনি সংবিধানের শপথ নিয়েছেন।
৬১ বছর বয়সী সামিয়া হাসান ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওয়ার্ক জিউদের পরে আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান হলেন। সামিয়া ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি। এরপর গত বছর একই পদে পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত। সামিয়া প্রয়াত মাগুফুলির প্রেসিডেন্সির বাকি থাকা মেয়াদকাল পুরো করবে তিনি।

(ঊষার আলো-এম.এইচ)