UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন ইদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছেন সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ভার্চুয়াল মিটিং শেষে এই দাম ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম হচ্ছে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। যা গত বছর ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ঢাকার বাইরে এই চামড়া প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া, সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা যা গত বছর ছিল ১৩ থেকে ১৫ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ১০ থেকে ১২ টাকা। এবার সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, গত বছর এক্সপোর্ট ট্রেড ভালোই হয়েছে। সবার একটাই ইচ্ছা, যেন চামড়ার ন্যায্য মূল্য পায়।  ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছি আমরা। যেহেতু দেশে দাম পাওয়া যাচ্ছে না, তাই রফতানির অনুমতি দিয়েছি। এটি স্থায়ী হোক তা আমি চাই না। এবার সব পক্ষকে সাথে নিয়ে চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির ৬ ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়ার জন্য বলেছেন মন্ত্রী।

(ঊষার আলো-আরএম)