UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলির নতুন রেকর্ড

ঊষার আলো
মার্চ ১৫, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সেঞ্চুরির দেখা পাননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিজের সেরা ফর্মে হয়তো নেই, তবে ব্যাট হাতে ঠিকই একের পর এক রেকর্ড করে চলছেন বিরাট।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ চার ও ৩ ছয়ে ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এই ইনিংসের মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মালিক হয়েছে কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই কোহলির, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৪। তবে শতক ছাড়াই অন্যান্য সব ব্যাটসম্যানদের পেছনে ফেলে দিয়েছে কোহলি।
৮৭ ম্যাচের ৮১ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্রিকেটের এই নতুন চূড়ায় উঠে এসছেন কোহলি। ১৩৮.৩৫ স্ট্রাইকরেটে ও ৫০.৮৬ গড়ে তিনি করেছে ৩০০১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরই রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯৫ ইনিংসে ২৮৩৯ রান তার। এরপর কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১০০ ইনিংসে হিটম্যানের রান ২৭৭৩। অজি দলপতি অ্যারন ফিঞ্চ ৭১ ইনিংসে করেছে ২৩৪৬ রান।

 

(ঊষার আলো-এম.এইচ)