UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্যাম্পাস না খুললে অনলাইনে পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

usharalodesk
সেপ্টেম্বর ১, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত পাস হয়েছে। তবে এর মধ্যে যদি ক্যাম্পাস খুলে দেওয়া হয় তাহলে সশরীরে পরীক্ষা নেওয়া হবে।

আর যদি ক্যাম্পাস না খুলে তাহলে অনলাইনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের ৪ সপ্তাহ আগে তারিখ জানানো হবে বলে জানান জাবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

গতকাল (৩১ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকেল এসব কথা জানান তিনি।

এছাড়া সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল গণমাধ্যমকে বলেন, আলোচনার ভিত্তিতে আজ আমরা অনলাইন পরীক্ষার নীতিমালা নির্ধারণ করেছি।কিন্তু আমরা যে এখনই অনলাইনে পরীক্ষা নেবো তা নয়। আমরা সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে তবে ক্যাম্পাস খোলার ব্যাপারে সরকার থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাই বিকল্প হিসেবে আমরা অনলাইনে প্রস্তুতি নিয়ে রাখছি যেনো তখন আমাদের কোনো ধরনের কালক্ষেপণ না হয়।

(ঊষার আলো-এফএসপি)