UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

usharalodesk
অক্টোবর ৩১, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও রাঙামাটির দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  তবে শহরের অভ্যন্তরে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। এছাড়া  ৯ উপজেলার সঙ্গে যাত্রীবাহী যানবাহন চলাচল অনেকটা কম।

অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা। এছাড়া দীঘিনালা-বাবুছড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে রেখেছে অবরোধকারীরা। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের টহল চলছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় দুবৃর্ত্তের গুলিতে সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা নামে তিন কর্মী নিহত হয়। এর প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।

ঊষার আলো-এসএ