UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে

ঊষার আলো
মার্চ ৭, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে এই ঘটনা ঘটে। উপজেলার বিকল্প সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সীমান্ত সড়কের কাজের জন্য নিয়ে যাওয়া পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে সেতু ভেঙে যাওয়ায় পর্যটকেরা ভোগান্তিতে পড়েছে। বিকল্প সেতুতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র দিয়ে মানুষ পারাপার হচ্ছেন।

দীঘিনালা ফায়ার স্টেশনের সাব-অফিসার পংকজ বড়ুয়া জানান, ওভারলোডের কারণে পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

ঊষার আলো-এসএ