UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালিশপুরে এক গৃহবধুকে গণধর্ষণে জড়িত ৪ জনের আদালতে স্বীকারক্তি

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর খালিশপুর থানা এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৪ আসামী আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৭মে) ৪ আসামীকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা এই ধর্ষনের সাথে জড়িত বলে নিজেদের দোষ স্বীকার করেন। এ তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার ও.সি. (তদন্ত) নিমাই কুন্ডু।

আসামীরা হলেন, পিপলস গেট রেললাইন এলাকায় বসবাসরত নুরুজ্জামান ওরফে এম পি নুরুজ্জামান (২৭), পিপলস ৫ম তলা এলাকায় বসবাসরত নাজমুল(২৬), খালিশপুর বঙ্গবাসী স্কুল গলিতে বসবাসরত সাঈদ (২৬) এবং একই এলাকায় বসবাসরত সুমন (২৫)।

উল্লেখ্য, ভিকটিম সোনাডাঙ্গা থানা এলাকার বসবাস করেন। মঙ্গলবার (২৫ মে) রাত ১০টায় ওই গৃহবধু খালিশপুর থানা এলাকায় খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাকের গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে খালিশপুর পুরানো নিউমার্কেট এলাকায় পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করেন আসামীরা। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। এরপর বুধবার খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেন পুলিশ। আটককৃত সকলে চিহৃত চোর ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

(ঊষার আলো-আরএম)