UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খালিশপুরে গৃহবধূকে গণধর্ষণ : আটক ৪

usharalodesk
মে ২৬, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর খালিশপুর থানা এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (২৬ মে) মামলা দায়েরের পর চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে খালিশপুর নিউমার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, নাজমুল (২০), নুরুজ্জামন (৩৫), সাঈদ (৩৫) এবং সুমন (১৮)।
মঙ্গলবার (২৫ মে) রাতে ওই গৃহবধূ সোনাডাঙ্গা থেকে খালিশপুর থানা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে গতি রোধ করে ওই গৃহবধূকে খালিশপুর নিউমার্কেট এলাকায় পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করেন আসামীরা। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খালিশপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।