ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা চলাকালে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে। সভাও পন্ড হয়ে যায়। বুধবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক রাফেল ফেরদৌস রানার পরিচালনায় সভা গতকাল দুপুরে মার্কেট অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার আগ মুহুর্তে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী কম বেশী আহত হয়। এ সময় ক্ষুব্দ ব্যবসায়ীরা দুর্বৃত্তদের প্রতিহত করে। সভায় বক্তৃতা করেন সমিতির নেতা শফিউল আজম আদু, আহমেদ আলী, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ আসিফ, সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।
খবর শুনে খালিশপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ সমিতির কার্যাল তালা দেয় বলে সাধারণ সম্পাদক রানা জানান। রাতে তারা মেয়রের সাথে দেখা করে বিষয়টি তুলে ধরেন।
ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, সভা চলাকালিন প্রশ্ন করা নিয়ে দু’ পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে হাতাহাতি ও তা মারামারিতে রূপান্তর হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় তারা সমিতির অফিস তালাবদ্ধ করেন। তবে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ব্যাপারে কোন পক্ষই থানায় মামলা করতে আসেনি বলে তিনি জানান।