UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

usharalodesk
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্তে দণ্ড স্থগিত ও আগের সব শর্ত বহাল রয়েছে। এ সময়ে খলেদা জিয়া বিদেশে যেতে পারবেন না।

রোববার(১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদার উন্নত চিকিৎসা করাতে মুক্তি চেয়ে এই মাসের শুরুতে তার ছোট ভাই শামীম এস্কান্দার আবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ওই আবেদনে মতামত দিয়ে সেটি ৭ সেপ্টেম্বর আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাজীবন শুরু করেন বেগম খালেদা জিয়া। দুই মামলায় খালেদা জিয়ার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।

২৫ মাস কারাভোগের পর করোনার কারনে গত বছরের ২৫ মার্চ খালেদার দণ্ড শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে দ্বিতীয় দফায় দণ্ড স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়।

আবারও আবেদনে গত মার্চে ৩য় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৬ মাসের জন্য দণ্ড স্থগিত করা হয়। এ মাসেই সেই মেয়াদ শেষে ৪র্থ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)