UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার পূর্ণ শারিরীক সুস্থতা কামনায় খুলনায় সেচ্ছাসেবক দলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বাদ জোহর খালিশপুর থানার অন্তর্গত খুলনা নিউজপ্রিন্ট শ্রমিক ভবন জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক নির্দেশনায় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি এবং তার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান। কুরআন খতম ও দোয়া পরিচালনা শেষে বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল খায়ের শিকদার, মনিরুজ্জামান মিন্টু, মোতালেব শেখ, আল আমিন হাওলাদার, মোঃ শাহাজাদা, করিম খন্দকার, মোঃ রফিকুল ইসলাম, কওছার আলী, শহিদুল ইসলাম শহিদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আতিকুল ইসলাম মোল্লা, মিরাজ শিকদার, মোঃ আব্দুল্লাহ, মোঃ ফয়সাল, জালাল শরীফ, আলতাফ হোসেন, এম এম আর জয় প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)