UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটিস্ক্যান সম্পন্ন করার পর বাসায় ফিরেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান করানো হয়। তিনি বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৯টা ২২ মিনিটে বেগম জিয়াকে গুলশানের বাসা থেকে বের করে হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়। রাত পৌনে দশটায় তার গাড়িবহর হাসপাতালে পৌঁছে। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে।
ডা: এফ এম সিদ্দিকী জানান, আজকে ম্যাডামের (খালেদা জিয়া) আক্রান্ত হওয়ার সপ্তম দিন। কোভিডের পরিভাষায় তিনি এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকেই হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।

(ঊষার আলো-এমএনএস)