UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খিলক্ষেতের লেকসিটি কনকর্ডের আবাসিক ভবনে আগুন

ঊষার আলো
মার্চ ১৪, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খিলক্ষেতের লেকসিটি কনকর্ডের আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার ১২টা ২৫ মিনিটে ১৫ তলা ভবনের ১৩ তলায় এই আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার বলেছেন, বহুতল আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট পাঠানো হয়েছে। ভবনের ডার্কলাইন থেকে আগুনে ধোঁয়া বের হচ্ছে।
কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনও সঠিক ভবে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

(ঊষার আলো-এম.এইচ)