UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুবি’র নতুন ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী

koushikkln
আগস্ট ১৬, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৪ (১) ধারা অনুযায়ী গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর কর্মমেয়াদ শেষ হয়।