UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনে কোলাবরেটিভ ওয়ার্কশপ উদ্বোধন

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইনভেস্টিগেটিভ দ্য প্রসেস অ্যান্ড টেকনিকস্ অব নন-টক্সিক প্রিন্টমেকিং’ শীর্ষক তিন দিনব্যাপী কোলাবরেটিভ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় চারুকলা স্কুলের আঙিনায় এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন, দেশের উন্নতিতে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস ও সাহিত্যের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যরে সর্বোচ্চ প্রকাশ ঘটায়। উন্নত দেশগুলোতে এর একটিকে ছাড়া অপরটিকে কল্পনা করা যায় না। তাই দেশের উন্নতি করতে গেলে শুধু বিজ্ঞানের উন্নতি করলে হবে না, পাশাপাশি শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রেও উন্নতি ঘটাতে হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিসিপ্লিনগুলোতে জায়গার সংকট রয়েছে, তার মধ্যে চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো অন্যতম। ফলে এখানকার শিল্পশিক্ষার্থীদের অনেক সৃষ্টিশীল কাজ সংরক্ষণের জায়গা পাওয়া যায় না। আমি আশা করি, চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হলে সেই সংকট কিছুটা হলেও দূর করা সম্ভব হবে। এতে তাদের গবেষণা, সৃষ্টিশীল ও উদ্ভাবনীমূলক কাজগুলো আরও এগিয়ে যাবে।

উপ-উপাচার্য বলেন, এ ধরনের কোলাবরেটিভ ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হয়। ফলে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে। যা তাদের পরবর্তী জীবনে কাজে লাগে। তাই আরও বেশি কোলাবরেটিভ ওয়ার্কশপ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান আসমিতা আলম শাম্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের ছাত্রী জারিন রেশনী প্রভা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের কোলাবরেটিভ কর্মকা-ের অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যলয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিল্পশিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্কোন্নয়ন হবে বলে আশা আয়োজকদের।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে ‘ইনভেস্টিগেটিভ দ্য প্রসেস অ্যান্ড টেকনিকস্ অব নন-টক্সিক প্রিন্টমেকিং’ বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রভাষক ঝুটন চন্দ্র রায়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊষার আলো এইচআর