খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি খুলনা তথা দেশের বিকাশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
উপাচার্য খুলনার নবাগত জেলা প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষত খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি দিকে আলোকপাত করে এসব ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। সাক্ষাতকালে জেলা প্রশাসককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ উপস্থিত ছিলেন।