UsharAlo logo
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবি ছাত্র অর্ণব হত্যায় আরও এক আসামি শোন অ্যারেস্ট

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গত ডিসেম্বর মাসে আমিন মোল্লা বোয়িং মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মো: জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজ উজ্জামান রাজু ওরফে রিপন ইসলাম ওরফে গালকাটা রাজু (৩৫)কে খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় গ্রেপ্তার ( শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে খুলনা সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি পুলিশের হাতে আটক হয়ে গালকাটা রাজু কারাগারে আছে। তাকে গতপরশু খুবির ছাত্র অর্ণব হত্যা মামলায় শোন অ্যারেষ্ট দেখানো হয়েছে। এই নিয়ে অর্ণব হত্যা মামলায় ৫ জনকে আটক দেখানো হয়েছে।
এদিকে কেএমপি’র ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে নগরীর খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর রাজধানী মোড় এলাকা থেকে গাল কাটা রাজুকে গ্রেপ্তার করা হয়। সে গত নভেম্বর মাসে আমিন মোল্লা ওরফে বোয়িং মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- করে থাকে। ওসি তৈমুর ইসলাম জানান, সে ও তার ২য় স্ত্রী সুমি আক্তার নিশি ভারতের উড়িষা এয়ারপোর্ট কলোনীতে স্থায়ীভাবে বসবাস করে। সে মাঝে মধ্যে বাংলাদেশে এসে চুরি, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপকর্ম করে পুনরায় ভারতে গিয়া আত্মগোপনে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে খুবি ছাত্র অর্ণব সরকারকে শেখ পাড়া তেতুল তলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতে অর্ণবের তিনবন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়। পরের দিন রাতে নিহতের বাবা নিতিশ কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় বাদী হত্যা মামলা দায়ের করেন। ওই দিন অর্ণবের দুই বন্ধু খালিদ ও ফাহিমকে শর্ত সাপক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর বন্ধু গোলাম রব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অর্ণবের বন্ধু গোলাম রব্বানিসহ এ মামলায় মোট ৫ জন আসামী গ্রেপ্তার হয়েছে।

ঊআ/বিএস