UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুমেক হাসপাতাল পরিচালককে হুমকি

koushikkln
এপ্রিল ৬, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা: এটি এম মঞ্জুর মোর্শেদকে মোবাইলে হুমকি দিয়েছেন। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এই হুমকি প্রদান করা হয়। এ ব্যাপারে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, মঙ্গলবার হাসপাতালে থাকা অবস্থায় সকাল ১১টা ৩১ মিনিটে ০১৯১০-৯২৪৪০১ নম্বর থেকে তাকে মোবাইল অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন। বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করেছি। এছাড়া  সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছি।  সোনাডাঙ্গা মডেল থানা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।