UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ২২, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হাসান হাওলাদার (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা গফুর হাওলাদারের পুত্র। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান।
তিনি বলেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ পরিবেশে উৎযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যং গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা মাথাচড়াা দিয়ে না উঠতে পারে সে জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে শুক্রবার রাত ১১টায় নগরীর সাত রাস্তার মোড়ে ১২-১৫ মটরসাইকেল যোগে একদল সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

ঊআ-বিএস