UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনায় ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মোঃ কামরুজ্জামান ওরফে কামু(৪৯) খুলনা থানার ৬৪ টিবি ক্রস রোডের মৃত: আব্দুল লতিফের ছেলে।

কেএমপি সূত্র জানায়, গত সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে খুলনা থানার ৬৪ টিবি ক্রস রোডের শান্তা স্টোরের সামনে হতে মাদক কারবারি কামরুজ্জামানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।