UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় তিন মাসের অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ, ধর্ষক আটক

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় তিন মাসের অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আজ বুধবার সকালে ধর্ষক ইমরান (৩০) কে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সোমবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের আসাবুর নগর এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে ধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার ধর্ষিতার স্বামী ছাব্বির বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, রাতে চক্রাখালী গ্রামের আসাবুর নগরে তিন মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে বাসায় একা রেখে স্থানীয় একটি খালে মাছ ধরতে যান তার স্বামী। একা থাকার সুযোগ পেয়ে স্থানীয় ইমরান সোমবার রাত ৩ টার দিকে বাড়িতে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে মাছ ধরা শেষে বাড়িতে ফিরে এলে ভিকটিম তার স্বামীকে ঘটনাটি জানায়। ঘটনাটি জেনে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী, যার নং-৫।

ঊআ-বিএস