UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বুকরোড-২০২৪ এর যাত্রা শুরু

ঊষার আলো ডেস্ক
মে ৬, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাধারণ মানুষকে বই পড়ায় উৎসাহী করে তুলতে খুলনায় আয়োজিত বুকরোড-২০২৪ এর উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ রবিবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে বুকরোড-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাধারণ মানুষকে বই পড়ায় উৎসাহী করে তুলতে স্বেচ্ছাসেবী সংস্থা বুকরোড-খুলনা টীম এ অনুষ্ঠানের আয়োজন করে।

আগ্রহী পাঠকগণ পুরাতন বই জমা প্রদান সাপেক্ষে এখান থেকে পছন্দের নতুন বই সংগ্রহ করতে পারবেন বলে আয়োজকগণ জানান। সিটি মেয়র ব্যতিক্রম ধর্মী এ আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান এবং জ্ঞানার্জনে বই পড়ায় মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বুকরোড-খুলনার সভাপতি আনজু আহম্মেদ, সেক্রেটারী মুনতাসির মামুন, টীম সদস্য জাকিয়া আফরিন, ইকরামুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।