খুলনা মহানগরী দৌলতপুর এলাকা থেকে তাসিন (১৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ১০ টার দিকে ঘোষপাড়া এলাকার একটি কবর স্থান থেকে তার লাশ উদ্ধার করে।
খুলনার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, নিহত তাসিন পেশায় একজন রিক্সা (ইঞ্জিন চালিত) চালক ছিলো। সোমবার রাত ১০টায় বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ সকালে তার লাশ ঘোষপাড়া এলাকার একটি কবরস্থানে পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বুঝ যাবে মৃত্যুর কারন। নিহত তাসিন দৌলতপুর থানাধীন শিকারীর মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন।
ঊ/আ-এইচআর