UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা উপজেলায় সাব্বির (২৭) নামে এক যুবক সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।
আজ  শনিবার রাত সোয়া ৭টার দিকে খুলনার রূপসা উপজেলা জয়পুর হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ৭টার দিকে স্থানীয় কৃষক কাদেরের পুত্র সাব্বির মোটরসাইকেল যোগে তার বাড়ির সামনে পৌঁছাইলে দুটি মোটরসাইকেলের চারজন যুবক প্রথমে তাকে গতিরোধ করে এবং তাকে সন্ত্রাসীদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীরের পিছনে লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে প্রথমে রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম রাত সোয়া ৯টায় এ প্রতিবেদককে বলেন, সাব্বিরকে যারা গুলি করেছে তারা সাব্বিরের পুর্ব পরিচিত। একই দলের লোক। তবে কি কারনে তাকে গুলি করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। আমরা এ ব্যাপারে খোজ খবর নিচ্ছি। গুলিবৃদ্ধ সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা।

ঊ/আ-এইচআর