UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার তেরখাদায় সাচিয়াদহ ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদার সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন শেখ, আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২৫ জনের নাম উল্লখ পূর্বক অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আজিজুর রহমান আজিয়ার নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার নাচুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মহিউদ্দিন মোল্লার পুত্র বিএনপি’র নেতা মোঃ আজমির মোল্লা বাদী হয়ে গতকাল শুক্রবার তেরখাদা থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি স্বীকার করেন তেরখাদার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সমির উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাইমুল হাসান কল্লোলসহ এজাহার নামীয় ২৫ জন।এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয় ।

এজাহারে মামলার বাদী মোঃ আজমির মোল্লা অভিযোগ করে বলেন, মামলার আসামিরা গত বৃহস্পতিবার উপজেলার সাচিয়াদহ বাজারে বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন।এরপর মোটরসাইকেল অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পাতলা বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এসে সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য খান গিয়াস উদ্দিন আহমেদকে মারপিট করে। তেরখাদা থানার ওসি (তদন্ত) মো: জিল্লাল হোসেন মামলা দায়ের এবং এক আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঊ/আ-এইচআর