UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় করোনা আক্রান্ত ও উপস‌র্গে মৃত্যু ৫

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার (৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার (৯ এপ্রিল) ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হোসেন (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুমেক হাসপাতালে করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের বালিয়াডাংগা নাসির উদ্দীন (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই এলাকার আনসার আলী ছেলে। তিনি গত ৪ এপ্রিল এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। একই দিন ভোরে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হোসেন (৭০) নামের আরেকজনের মৃত্যু হয়। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)