ঊষার আলো প্রতিবেদক : খুমেক হাসপতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় শনিবার (১ মে) করোনা পজিটিভ হয়েছে ৩৮ জনের।
খুমেক এর সূত্রমতে, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২২জন খুলনার। এর মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে মহানগরী ও জেলার ২১ জন, বাগেরহাটের ১৬ ও সাতক্ষীরার একজন।
(ঊষার আলো-এমএনএস)