UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৪৭ মৃত্যু

ঊষার আলো
জুলাই ১৫, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিভাগে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩৯ জনের দেহে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল (১৪ জুলাই) বিভাগে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। সেই তুলনায় আজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ৩ জন, ঝিনাইদহে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন  এবং মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৮ হাজার ৪০ জন, মারা গেছেন ১ হাজার ৭৭২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।

(ঊষার আলো-আরএম)