ঊষার আলো রিপোর্ট : খুমেক-এ করোনা আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ এপ্রিল) তার মৃত্যু হয়। তিনি দৈনিক আমাদের বাংলা পত্রিকার বাগেরহাটের প্রতিনিধি ছিলেন।
করোনায় মৃত ব্যক্তি হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকার ইজাহার আলীর পুত্র মফিজুর ইসলাম (৪৩)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রবিবার (৪ এপ্রিল) ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই সাংবাদিক। খুমেক সূত্রে বিষয়টি জানা যায়।
(ঊষার আলো-এমএনএস)