UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় কোয়ারেন্টাইনে ভারত ফেরত তরুণী ধর্ষণ : এএসআই গ্রেফতার

koushikkln
মে ১৭, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণী ধর্ষনের শিকার হয়েছেন। এ ঘটনার নগর পুলিশের এএসআইকে মোখলেছুর রহমান গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের বাড়ী খান জাহান আলী থানা এলাকায়। তরুণীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভতি করা হয়েছে।

এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৩, তারিখ:১৭/০৫/২১। মামলার বিবরণে জানা যায়, ধর্ষনের শিকার তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনার পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কোর্ট এর সহকারী উপ-পরিদর্শক মোকলেছুর রহমান ১ মে থেকে ওই সেন্টারের দায়িত্ব পালন শুরু করেন। এ সময় তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক গড় ওঠে। ১৪ মে মোকলেছুর রহমান তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার (১৭ মে) তরুনী খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, গ্রেফতার মোখলেছুর রহমানকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।