UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত

pial
আগস্ট ১, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় গত ২০ বছরের মধ্যে চলতি বছরের বর্ষা মৌসুমে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়েছে। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, খুলনায় গত ২০ বছরের মধ্যে এবারই জুন ও জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।

এ বছর জুন মাসে বৃষ্টি হয়েছে মাত্র ৭৬ মিলিমিটার, ২০০৫ সালের জুন মাসে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ২০২১ সালের জুনে ৪৬৮ মিলিমিটার। এবং অন্যান্য বছর জুনে গড় বৃষ্টি ছিলো প্রায় ২৫০ মিলিমিটার।

অফিস সূত্র আরও জানা যায়, জুলাই মাসেও একই অবস্থা ছিল। চলতি বছর জুলাই মাসে খুলনায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ১১৬ মিলিমিটার। যেখানে গত ২০ বছর জুলাই মাসে গড় বৃষ্টিপাত ছিলো ৩৫০ মিলিমিটারের ওপরে। গত ২০ বছরের মধ্যে ২০১০ সালের জুলাই মাসে ১৮১ মিলিমিটার ও ২০১৫ সালের জুলাই মাসে ৯২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত ২০ বছরের পরিসংখ্যানে দেখা গেছে, কয়েক বছর পর পর বৃষ্টি কমে যাচ্ছে। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির সময় বৃষ্টি নেই আর শীতের সময় শীত নেই।
এবং এ বছর বৃষ্টি কম হওয়ার আরও একটি কারণ হচ্ছে এবার একটি লঘুচাপ বা নিম্নচাপও আমাদের এদিকে আসেনি। কয়েকটি সৃষ্টি হলেও উড়িষ্যা-পশ্চিমবঙ্গের ওদিক থেকে চলে যায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সাথে যদি একটা লঘু কিংবা মৌসুমি নিম্নচাপ হয়-তাহলে একটানা ৪/৫ দিন বৃষ্টি হয়। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টি কম হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)