UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ট্রেনে পাথর নিক্ষেপকালে যুবক আটক

usharalo
মার্চ ৩, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা থেকে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেসে পাথর নিক্ষেপকালে আনন্দ হাজরা সন্তোষ নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি গতকাল বুধবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া অতিক্রমকালে এঘটনা ঘটে। এঘটনায় খুলনা জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক আনন্দ হাজরা সন্তোষ (৩০) দিনাজপুরের নবাবগঞ্জের পাঠাজাগির গ্রামের সুনিরাম হাজরার পুত্র।
ঘটনাস্থল থেকে আনন্দ হাজরা সন্তোষকে আটককারী জিআরপি’র এস আই সাইদুর রহমান জানিয়েছেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকালে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পূর্বেও বহুবার ট্রেনে পাথর নিক্ষেপ করেছে সে।