ঊষার আলো প্রতিবেদক : হরিনটানা থানা এলাকায় নয়ন সরদার হত্যা মামলায় দুই আসামির ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার (১০ মার্চ ) খুলনা মহানগর হাকিম সারওয়ার আহমেদ এ রিমা- মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হচ্ছে, গল্লামারী পাম্প এলাকার রুস্তম শেখের পুত্র সুজন কসাই ওরফে কসাই সুজন (২২ ) এবং রাজু কসাই (২২ )।
জানা গেছে, গত ২৮ জানুয়ারি বিকেল ৪টায় ভিকটিম নয়ন সরদারকে হরিনটানা থানা এলাকার কাশমিরি জুস কর্নারের সামনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হরিনটানা থানায় মামলা দায়ের করেন, যার নং ৮।
(ঊষার আলো-আরএম)