UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় স্কুলছাত্র রাজিন হত্যা মামলায় ১৭ আসামির ৭ বছরের জেল

pial
মে ২৩, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার দায়ে ১৭ আসামিকে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিদের বয়স ১৮ বছরের নীচে হওয়ার কারণে তাদেরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এবং শিশু আদালতের বিচারক মো. আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় কলেজে কনসার্ট অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে আসামি তামিমের সাথে রাজিনের হাতাহাতি হয়। এরপর রাত ৯টার দিকে রাজিনকে অনুষ্ঠানের মঞ্চের পিছনে নিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় রাজিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা বাদী হয়ে ৬ আসামির নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেন। একই বছরের ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মিজানুর রহমান ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করেন।

(ঊষার আলো-এসএইস)