UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ১৪৯

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে আরও ৯ জন। এছাড়া ১ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৪৯ জন।
১৫ জুন মঙ্গলবার থেকে ১৬ জুন বুধবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেডিকেটেড হাসপাতালে বিভিন্ন সময়ে এসব ব্যক্রিরা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। এদের মধ্যে ৪ জনের বাড়ি বাগেরহাটে এবং ১ জনের বাড়ি খুলনায়।
এছাড়া হাসপাতালে ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়েছে আরও ১৪৯ জন। গত ৭ দিনে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ। তবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ডেডিকেটেড হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের। হাসপাতালের বারান্দায়ও চিকিৎসা নিচ্ছে কেউ কেউ। আবার অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)