UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজের মায়ের দাফন সম্পন্ন

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের আম্মা ফাতেমা খাতুনের দাফন্ন সম্পন্ন হয়েছে।  রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ী বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের খারাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এরআগে সকাল ৯টায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এবং বেলা ১১টায় খারাবাদ ঈদগাহ ময়দানে মরহুমার পৃথক দু’টি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কণ্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা আমীর এজাজ খানের মায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজায় অংশ গ্রহন করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতের আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জামায়াতের নগর সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারী এ্যাড. মুহাম্মদ শাহ আলম, বিএনপি নেতা শেখ আবু হোসেন বাবু, মিন্টু,

তৈয়্যবুর রহমান, বদরুল আনাম, আব্দুর রশিদ, ডাঃ আব্দুল মজিদ, এ্যাড. কেএম শহিদুল ইসলাম, এ্যাড. মঞ্জুর আলম নান্নু, মুর্শিদুর রহমান লিটন, খান ঈসমাইল হোসেন, কেএম হুমায়ুন কবির, রবিউল ইসলাম রবি, মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান, যুবদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল ইসলাম নেহিম, তাঁতীদলের মহানগর আহবায়ক শেখ আবু সাঈদ, নগর কৃষক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনো,

সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আব্দুল মালেক, শামসুর বারিক পান্না, একরামুল কবীর মিল্টন, মোঃ জাবেদ মল্লিক, খুলনা চেম্বারের পরিচালক মনিরুল ইসলাম মাসুম, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব আলী এবং জেলা ওলামা দলের হাফেজ জাহিদুর রহমানসহ বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী-সমার্থক, জনপ্রতিনিধি, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। ১ম নামাজে জানাজার ইমামতি করেন নগরীর গাউসিয়া জামে মসজিদের ইমাম ও খতিব পূর্ববানিয়াখামার লোহাগেটস্থ খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোঃ আকরামুল ইসলাম।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান আমীর এজাজ খান।।