UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। ৪টি দলের অংশ্রগ্রহণে আজ রবিবার খুলনা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। লীগভিত্তিক টুর্নামেন্টের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ‘দৈনিক খুলনা’ বনাম ‘খুলনার অর্থনীতি’ দলের মধ্যে দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। ‘খুলনার অর্থনীতি’ দলের পক্ষে আল মাহমুদ প্রিন্স ১টি গোল করেন। বিপরীতে ‘দৈনিক খুলনা’ দলের মোঃ মিলন ১টি গোল পরিশোধ করেন।

দিনের দ্বিতীয় খেলাটি ‘দৈনিক সময়ের খবর’ ও ‘দৈনিক প্রবাহ’ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ‘সময়ে খবর’ দলের আজিজুর রহমান তন্ময় ১টি  গোল করেন।  অপরদিকে ‘দৈনিক প্রবাহ’ দলের মোঃ রকিবুল ইসলাম মতি ১টি গোল করলে খেলা ১-১ গোলে শেষ হয়। টুর্নামেন্টের প্রথম দিনের দুটি খেলায় প্রত্যেক দলের ১টি করে গোল হওয়ায় দুটি খেলা ড্র হয়।

এদিকে খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, ক্লাবের নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কাদেরসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সোমবার ৫ নভেম্বর সোমবার টুর্নামেন্টের ২টি খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম খেলা দুপুর ২.৪৫ মিনিটে  ‘দৈনিক প্রবাহ’ বনাম ‘খুলনার অর্থনীতি’ এবং দ্বিতীয় খেলা বিকাল ৩.৪৫ মিনিটে ‘দৈনিক খুলনা’ বনাম ‘সময়ে খবর’ এর মধ্যে অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলায় একে অপরের মোকাবেলা করবে।