UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোশাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক সুনীল কমার দাস, ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মোজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, আলমগীর হান্নান, কাজী শামিম আহমেদ, এস এম নূর হাসান জনি, নাজমা আক্তার, দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, মিলন হোসেন, পলাশ চন্দ্র ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ক্লাবের সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মো: আমিরুল ইসলাম, সামছুজ্জামান শাহীন, মোহাম্মদ মিলন, মাহফুজুল আলম সুমন, রিংটন মন্ডল, মোঃ কলিন হোসেন আরজু, মোঃ বেল্লাল হোসেন সজল, ক্লাবের অস্থায়ী সদস্য মো. আজিজুল ইসলাম ও তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।