মাঠে লড়বে ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’
ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’।
ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
এদিকে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ দিনের খেলায় দৈনিক প্রবাহ ও খুলনার অর্থনীতি দল দু’টি নিজেদের শেষ খেলায় জয় লাভ করে প্রত্যেকে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের প্রথম খেলায় ‘দৈনিক প্রবাহ’ ১-০ গোলে ‘দৈনিক খুলনার’ বিপক্ষে জয় পায়। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন মোঃ আমিরুল বাবু। অপর খেলা ‘খুলনার অর্থনীতি’ বনাম ‘সময়ে খবর’ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ‘খুলনার অর্থনীতি’ ৩-০ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের এম এ হাসান করেন ২টি গোল। এছাড়া আল মাহমুদ প্রিন্স ১টি গোল করেন।
লীগভিত্তিক এই টুর্নামেন্টটি গত ৫ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়। এতে মোট ৪টি দল অংশ নিচ্ছে। অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’ আগামী বৃহস্পতিবার একই মাঠে ফাইনালে একে অপরের মোকাবেলা করবে। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে।