UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট-৮৯ ফোরামের মাধ্যমে পুকুর খনন করে দিলেন ইউপি চেয়ারম্যান তুহিন

koushikkln
মার্চ ৩০, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লবণ অধ্যুষিত দেলুটি এলাকাবাসীর জন্য পুকুর খনন করে দিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। খুলনা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট-৮৯ ফোরামের মাধ্যমে মসজিদের একটি পুকুর খনন করে দেন। পুকুরটি খনন এবং বাঁধ নির্মাণ করে দেওয়ার ফলে অত্র এলাকার মানুষের সুপেয় পানির সু-ব্যবস্থা হয়েছে।

উপজেলার মানবিক ইউপি চেয়ারম্যান হিসেবে কেএম আরিফুজ্জামান তুহিন ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি দীর্ঘদিন খুলনা ও সাতক্ষীরা জেলার প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের জন্য হুইল চেয়ার এবং শীতবস্ত্র বিতরণ সহ নানা মানবিক কাজ করে আসছে। এসব কাজ দেখে দেলুটি গ্রামবাসী সুপেয় পানির সংকট নিরসনে তাদের এলাকার মসজিদের একটি পুকুর সংস্কারের জন্য লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন এর নিকট দাবী জানায়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান তুহিন খুলনা সেন্ট জোসেফ্স স্কুলের ১৯৮৯ সালের ব্যাচের কিছু সংখ্যক শিক্ষার্থী কর্তৃক গঠিত Khulna Friends Development 89 (KFD 89) ফোরাম ও ফলমার পরিবারের (Family VOLLMER) আর্থিক অনুদানে নদীর ধারে অবস্থিত অত্র এলাকার জামে মসজিদের পুকুরটি খনন এবং পুকুরের বাঁধ মজবুত এবং টেকসই করে দিয়েছেন। বুধবার সকালে খননকৃত পুকুরটি পরিদর্শন করেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ইউপি সদস্য চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ ও ইসমাইল শেখ।