UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ মৃত্যু, আক্রান্ত ৮১৭

ঊষার আলো
আগস্ট ৫, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৮১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।বৃস্পতিবার (৫আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দু্ই হাজার ৫৫৪জন। আরও আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৯৩জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে । এছাড়া, খুলনা ও মেহেরপুরে ৪ জন করে, যশোরে ৬ জন,  বাগেরহাট ও নড়াইলে ২ জন করে, চুয়াডাঙ্গায় ১ জনের ও মাগুরা ও ঝিনাইদহে ৩ জন করে মৃত্যু হয়েছে। এর আগে, গতকাল(বুধবার) খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু ও ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

(ঊষার আলো-আরএম)