UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ মৃত্যু

usharalodesk
জুলাই ১৮, ২০২১ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৫ জনের দেহে। রবিবার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, একদিনে বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন; সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ এবং মেহেরপুরে একজন করে মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের মধ্যে ১ম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় ২০২০ সালের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

(ঊষার আলো-আরএম)