UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে আরও ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৫

ঊষার আলো
জুলাই ১৯, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায়  খুলনা বিভাগে করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ১৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে, রবিবার বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিল। সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে ৩জন এবং মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের মধ্যে ১ ম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন।

(ঊষার আলো-আরএম)