UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ৯, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। একই দিনে আরও ১ হাজার ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খুলনা করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৮৭ জনে। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ‌্য নিশ্চিত করেছেন। বলা হয়, খুলনা জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে । বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন ও নড়াইল এবং মাগুরা জেলায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ ১ম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মাট আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৮৭ জন। এদের মধ‌্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।

(ঊষার আলো-আরএম)