UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে মৃত্যু কমলেও আক্রান্ত বেড়ে ২২৪

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিভাগের ২ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিনে বিভাগে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে।

এরআগে, গতকাল (৩১ আগস্ট) শনাক্ত হয়েছিলেন ১৪৭ জন। বুধবার (১ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন এদের মধ্যে খুলনার ৩ জন ও চুয়াডাঙ্গার একজন রয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩ হাজার ১২ জন। আর বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন মোট এক লাখ ৯ হাজার ১২৩ জন।

(ঊষার আলো-আরএম)