আটরা গিলাতলা প্রতিনিধি : খুলনা আর আর এফ রেজ্ঞ আয়োজিত খুলনা রেজ্ঞ ৫ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলা বুধবার (২১ ডিসেম্খুবর) লনা আর আর এফ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা জেলা দল এবং চুয়াডাঙ্গা জেলা দল একে অপরের মুখোমুখি হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা জেলা দল ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে খুলনা জেলা দল ১১৭ রানে অলআউট হলে চুয়াডাঙ্গা জেলাদল ৩৭ রানে জয়লাভ করে। ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা আর আর এফ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় আর আর এফ খুলনা , চুয়াডাঙ্গা দলের মুখোমুখি হবে।