UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেলার মাঠে ফিরছে টাইগার যুবারা

ঊষার আলো
মার্চ ১, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনার স্থবিরতা কাটিয়ে ঘরোয়া দু’টি টুর্নামেন্টের পর পর আন্তর্জাতিক ক্রিকেট প্রঙ্গনে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকেও মাঠে ফেরানোর পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত এবং আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনটি জানান, বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার।এরআগে মার্চে আফগানিস্তান দলের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশ যুবাদের। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডায় এই সিরিজটি অনুষ্ঠিত হবে। ৫টি ওয়ানডে এবং ১টি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। এই নয়ডাতেই ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল, তবে নভেম্বরে বাংলাদেশে সিরিজটি অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এফএসপি)