UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরে বাকি ২৯ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৮১ জন রোগী ভর্তি হন। অন্যদিকে ঢাকার বাইরের ২৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১১ জন, খুলনা বিভাগে ৩ জন চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ও বরিশাল বিভাগে ২ জন আছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ৯৩১ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন।

(ঊষার আলো-এফএসপি)