UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গত ৫ দিনে ৪৫ লাখ মানুষ ঢাকায় ফিরেছে

ঊষার আলো
মে ২১, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদের ছুটি শেষে গত ৫ দিনে রাজধানীতে প্রবেশ করেছেন ৪৫ লাখ মানুষ। এর মধ্যে মাত্র ৩ দিনেই ফিরেছেন ৩৩ লক্ষাধিক মানুষ।
বৃহস্পতিবার (২০ মে) এসব তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি মোবাইল সিম ব্যবহারীর মাধ্যমে এই সংখ্যা নিরূপণ করেছেন বলে জানিয়েছেন। বুধবার (১৯ মে) পর্যন্ত রাজধানী ত্যাগ করা ও ফেরত আসা মানুষদের মোবাই অপারেটরের তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, মোবাইল সিম ব্যবহারকারীদের মধ্যে ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ ও ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন ঢাকায় প্রবেশ করেছেন। এর মধ্যে গ্রামীণফোনের মোট সিম ব্যবহারকারী ২০ লাখ ৯৫ হাজার, রবির ৮ লাখ ৯১ হাজার ২৮৫ জন, বাংলালিংকের ১২ লাখ ৬৭ হাজার ৩৮৪, টেলিটকের ২ লাখ ২২ হাজার ১৩৫ জন রয়েছে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন বাইরে থেকে ঢাকা আসা সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে।

(ঊষার আলো-এমএনএস)