UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

usharalodesk
আগস্ট ৩১, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার রাত ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, বুধবার রাতেই পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটকে পাঠিয়েছে এনটিআরসিএ। আর ওই রাত থেকে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফোনে এসএমএস পাঠানো হচ্ছে।

উত্তীর্থ প্রার্থীরা এই http://ntrca.teletalk.com.bd/result/ লিংকে গিয়ে ফল দেখতে পারবেন। প্রার্থীরা নির্ধারিত স্থানে রোল নম্বর ও পরীক্ষা নির্বাচন করে তাদের ফল জানতে পারবেন।

এর আগে গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৪,৮২৫ জন।

ঊষার আলো-এসএ